এবার ফিনল্যান্ডে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ

রাশিয়ার জ্বালানিবিষয়ক সরকারি প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানিয়েছে, আজ শনিবার (২১ মে) থেকেই ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। সম্প্রতি রাশিয়া থেকে কেনা গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে চায়নি ফিনল্যান্ড। তারই মধ্যে আবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের ঘোষণা দেয় দেশটি। তারপরই রাশিয়া থেকে এ খবর এলো।

ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাসের বেশির ভাগই আমদানি করা হয় রাশিয়া থেকে। তবে দেশটিতে জ্বালানি গ্যাসের চাহিদা কম। দেশের মোট জ্বালানি চাহিদার এক–দশমাংশের কম পূরণ হয় গ্যাস থেকে।

ফিনল্যান্ডের এক সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা এই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের গ্যাস সরবরাহ ব্যবস্থায় কোনো বাধা আসবে না। আগামী মাসগুলোতে আমরা সব গ্রাহককে গ্যাস সরবরাহ করতে পারব।’

এর আগে গত মাসে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দেয় রাশিয়া। কারণ সেই একই। ওই দুই দেশই গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে অসম্মতি জানিয়েছিল। -সূত্র: বিবিসি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //